top of page
Writer's pictureAyantika Das

যখন অবাঞ্ছিত




কালো চুল ভালোবাসি,কালো রঙের পোশাক আশাক ভালোবাসি, কিন্তু কালো মেয়ের গায়ের রং- এটা নাপসন্দ! মেয়েটি ছোট থেকে শুনতে পায় বড়দের গলায় আক্ষেপের সুর! পাড়াপড়শি ও বলে-"মাইয়াডা কালো"! এর পর মেয়েটা একদিন বড়ো হয়, পাত্রস্থ হবার সময় এবার। যার বাবার পয়সা থাকে, সে মেয়ে উদ্ধার হয়ে যায় টাকার জোরে। আর যার বাবার নেই,তার যা ভবিতব্য তাই হয়!

এই ছবিটা আগে ছিল! বর্তমানে শহরের মেয়েরা নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ের পিঁড়িতে বসতে চায় না কিন্তু গ্রাম ? সেখানে কতটা হয়েছে পরিবর্তন ? জানিনা! তবে কালো রঙের তকমা এখনও শহরেও আছে ! খুব সুন্দর দেখতে একটি কিশোরী মেয়ে আত্মীয়ের বাড়িতে এসেছে কারো বিয়ে উপলক্ষে, তাকে বয়োঃজেষ্ঠ্যা একজন বললো -তুই দেখতে খুব সুন্দর কিন্তু রং টা একটু কালো। আশপাশে অনেক মানুষের মধ্যে এই কথা কারো কারো কানে গেল , তারা একপলক দেখে নিলো মেয়েটিকে। এরকম প্রশংসা মেয়েটি গিলবে না ফেলবে ভেবে পায় না! মুখটা একটু ফ্যাকাশে হয়ে যায়। এরকম সমস্যা এখনো আছে সমাজে। কেউ ভাবতেই পারে - আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ঠিকই ছিলো, কিন্তু গায়ের রং টা যদি একটু কম কালো হতো !

আসল কথা হল-

কালো পোশাক আশাক চলবে, কালো কুকুর ভালোবাসি, এমনকি ব্ল্যাক প্যান্থারও দেখতে ভালবাসি, কিন্তু কালো মেয়ের গায়ের রং......


কলমে: চন্দনা দে।

সংগীতশিল্পী।

শিশু, ফুল এবং পশুপাখি পছন্দ করেন। বিশেষ শখ ভ্রমণ,

গান শুনতে এবং গাইতে পছন্দ করেন।


Chandana is a professional vocalist, travel buff, animal lover, and gardening enthusiast!

57 views1 comment

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Ayantika Das
Ayantika Das
Oct 10, 2023
Rated 5 out of 5 stars.

Body shamming যারা করেন, তাঁরা বোঝেনই না যে এটা করা যায়না। তাদের কাছে এটা খুব স্বাভাবিক এবং আলাপ চারিতার অংশ বিশেষ।

Like
bottom of page