প্রায় ১ বছর আগে স্বাতী মন্ডলের এই লেখাটি চোখে পড়েছিল। রোজকার খুব চেনাশোনা একটি চিত্র। কিন্তু এই চেনা গল্পের মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়টি লুকিয়ে নয় বরং দিনের আলোর মতই পরিষ্কার ছিল তা নিয়ে কোনদিন ভাবার প্রয়োজন বোধ হয়নি। যারা ডেইলি প্যাসেঞ্জার, তারা এই গল্পের সাথে বিশেষ পরিচিত।
কলমে স্বাতী মন্ডল, পাঠে আমি অয়ন্তিকা।
Commentaires